সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিক্ষার্থীসহ নিহত ৩

0
729

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে পল্লীবিদ্যুতে তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ঠ হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো.জিসান (১৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২) ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিশু সাগর বলেন, আমরা সকালে মোক্তবে পড়তে আসলে আস্তানা মসজিদের হুজুর আবু তাহেরর নির্দেশে আমরা ছাদ পরিস্কার করতে গাছ বেয়ে উপরে উঠি তখন জিসান তারের সাথে আটকা পড়ে পরে জিসানকে উদ্ধার করতে রাহাত গেলে সেও আটকা পড়ে আমি ভয়ে ছাদ থেকে নেমে পড়ি এবং তাহের হুজুরকে বলি তখন তিনি বিদ্যুৎ অফিসে ফোন করে লাইন বন্ধ করান। একই কথা বলেন শিশুর মামা।

স্থানীয়রা বলেন, নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে ছিল। একই বাড়িতে তাদের পাশাপাশি ঘর। সকালে তারা মক্তব্যে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে শুনেছি হুজুর নাকি তাদেরকে ছাদ পরিস্কার করতে মসজিদের ছাদে উঠতে বলেন। ওই সময় মসজিদের পাশ ঘেষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে শিশু গুরুতর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here