সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

0
2763
  • ইব্রাহিম খলিল শিমুলঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সকালে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে সার্বিক কার্যক্রম বিষয়ে বক্তব্য রাখেন উপজেলার মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম।

এ সময় মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার মো. জাহিদুল ইসলাম, ক্লাস্টার অফিসার মো. আমান উল্যাহ সহ অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি বাবু লিটন চন্দ্র দাস, দৈনিক বাংলা ৭১ জেলা প্রতিনিধি মো. ইমাম উদ্দিন (সুমন), যায়যায়দিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি আব্দুল বারী বাবলু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, আজকের পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, মানব জমিন পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মো. ছানা উল্যাহ, সময়ের কণ্ঠস্বর সুবর্ণচর প্রতিনিধি সাইফুল ইসলাম রাসেল সহ আরও অনেকে।

উপজেলার মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ শনিবার ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত এ সপ্তাহ অব্যাহত থাকবে। এছাড়াও (২৪ জুলাই) রবিবার সকালে র‍্যালি ও আলোচনা সভা সহ বিভিন্ন উদযাপনের মাধ্যমে এ দিবস পালিত হবে।

Facebook Comments Box
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here