Home জেলা উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

হাতিয়ায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

135

হাতিয়া(নোয়াখালী) সংবাদদাতাঃ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মুক্তিযোদ্ধদের বন্দোবস্তীয় ভূমি দাগ ওয়ারী বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মুক্তিযোদ্ধার বন্দোবস্তীয় ভূমি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলার সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মোঃ ওয়ালী উল্ল্যাহ, হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও হাতিয়া মুক্তিযোদ্ধা বন্দোবস্তীয় ভূমি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক বাবু লাল দাস, আহবায়ক আওরঙ্গজেব, সদস্য সচিব মো: মানছুরুল হকসহ হাতিয়ার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগণ উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধা হাতিয়া জাহাজমারা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: ফিরোজ আলমের বদলীর দাবি করেন ।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূর এ আলম এর মাধ্যমে নোয়াখালী জেলা প্রসাশক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।

Facebook Comments