Home আমাদের উপকূল সুবর্ণচরে ৩০লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

সুবর্ণচরে ৩০লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

170

আব্দুল বারী বাবলু  : “ শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিঞ্চু বাংলাদেশ ” ¯স্লোগানকে ধারণ করে সারা দেশের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে আত্নোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদদের স্মরণে সুবর্ণচরের ১২৭টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

আজ বুধবার (১৮ জুলাই) উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ১১টায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মো: আবু ওয়াদুদ চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে নিয়ে বিদ্যালয় আঙিনায় একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপন করে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষকর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শাহাদত হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো: মিজানুর রহমান , প্রধান শিক্ষক অসীম কুমার দাস  ও উপজেলা বনকর্মকর্তা এ কে এম ইউছুপ  প্রমুখ।

Facebook Comments