Home খেলা সুবর্ণচরে মাসব্যাপী সাতার প্রশিক্ষনের সনদ বিতরণ

সুবর্ণচরে মাসব্যাপী সাতার প্রশিক্ষনের সনদ বিতরণ

304

আরিফুর রহমানঃ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০১৮-১৯ এর আওতায় নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সুবর্ণচরে অনূর্ধ-১৬ বালকদের সাতার প্রশিক্ষন কোর্স সমাপনী ও তাদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৯ মে) দুপুরে উপজেলার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় হল রুমে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও প্রশিক্ষক হাফেজ আহম্মদ এর সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজে সহকারী অধ্যাপক মো: মীজানুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে ও সুবর্ণচর প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল বারী বাবলু।

প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সাতার প্রশিক্ষন ৪ এপ্রিল থেকে শুরু হয়েছিল। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদ তুলেদেন।

Facebook Comments