Home জেলা উপজেলা সুবর্ণচরে বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

সুবর্ণচরে বঙ্গবন্ধু’র জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

188

আব্দুল বারী বাবলু  : নোয়খালীর সুবর্ণচরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে শিশু সমাবেশ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি,শিক্ষর্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগীতা,রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃকি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মো: আবু ওয়াদুদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আজিজুর রহমার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো: আবু ওয়াদুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সহিদ সারওয়ারর্দী,সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল করিম, চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী , সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার আবুল কালাম প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চরজুবিলী রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার উপাধক্ষ্য ও উপজেলা প্রশাসন জামে মসজিদ খতিব মোহাম্মদ জাকির হোসেন।

Facebook Comments