Home জেলা উপজেলা সুবর্ণচরে টর্নেডোর আঘাতে ২৭ ঘরবাড়ি লন্ডভন্ড !

সুবর্ণচরে টর্নেডোর আঘাতে ২৭ ঘরবাড়ি লন্ডভন্ড !

196
SHARE

আব্দুল বারী বাবলু, সুবর্ণচর: নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে হঠাৎ টর্নেডোর আঘাতে ২৭ ঘরবাড়ি লন্ডভন্ড হয়েগেছে। এতে পরিবার গুলো গৃহহারা হলেও কেউ হতাহত হয়নি। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়াডের চরনোমান গ্রামে এ ভয়াবহ টর্নেডোর আঘাতের ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, টর্নেডোর আঘাতে ঐ ওয়ার্ডের সোলেমান বাজার উত্তর পাশ এলাকার কয়েকজন কৃষকের বাড়িতে বসত ঘরের শুধু ভিটি আছে ঘর নেই । ঘরের টিন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাড়ির গাছগাছালি ধুমড়ে মুছড়ে পড়ে আছে। অসহায় পরিবার গুলো কেউ খোলা আকাশের নিচে , আাবার কেউ আশপাশের বাড়িতে আশ্রয় নিয়েছে। সবার চোখে মুখে ভয় আর আতংকের ছায়া। এ যেন এক বিভীষিকা আর আর্তনাদের বিচ্ছিন্ন কোন জনপদ।


চরনোমান গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মো: ইব্রাহিম , আহসান উল্যা ও মোহাম্মদ আলী সহ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে হঠা বাতাসের শোঁ শোঁ শব্দ শুনতে পায়। কোন কিছু বুঝে উঠার আগেই সব দিক অন্ধকার হয়ে প্রবল ঘুর্নিবাতাসে আমাদের বাড়িঘর মুহুর্তে লন্ডভন্ড হয়ে যায়। বাতাসের শব্দ শোনার সাথে সাথে আমারা দ্রুত ঘর থেকে বেরিয়ে অন্যদিকে দোড়াতে থাকি। আমরা কোন ভাবে বেঁচে গেলেও আমাদের বসতবাড়ি ঘর সব কেড়ে নিয়েছে টর্নেডো। সব হারিয়ে আমরা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছি।

এ ঘটনায় বিকেল ৫ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রেজাউল করিম স্থানীয় চেয়ারম্যান এডভোকেট মো: এনামুল হক ও চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবুল বাশার কে সঙ্গে নিয়ে টর্নেডো আঘাতে লন্ডভন্ড এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সহযোগিতা করার আশ্বাস দেন।

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here