Home জেলা উপজেলা সুবর্ণচরে কামরুল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সুবর্ণচরে কামরুল হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

376

আব্দুল বারী বাবলু : সুবর্ণচরে চাঞ্চল্যকর কামরুল ইসলাম সাগর নির্মম হত্যাকান্ডে দোষী ও জড়িতদের দ্রুত বিচার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করছে কামরুল এর সহপাঠী, শুভাকাঙ্খী, শিক্ষক, সুধীজন সহ সব শ্রেণী পেশার মানুষ।

আজ দুপুর সাড়ে ১২টায় সুবর্ণচর নাগরিক সমাজ এর আয়োজনে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মির্জাপুর ক্যাডেট কলেজ প্রভাষক মিজান বিন মজিদ এর মূখ্য তত্বাবধায়নে ও মোঃ আলী আকবর এর সঞ্চালনায় মানববন্ধনে অংশগ্রহন করেন, , রামগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাদের, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (নোবিপ্রবি) প্রক্টর মোঃ মুশফিকুর রহমান, কাপ্তাই উপজেলার মৎস কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, কবির হাট সরকারি কলেজ প্রভাষক সফিকুল ইসলাম সাজু, কবি হানিফ মাহমুদ, এডভোকেট নিজাম উদ্দিন, আয়কর আইনজীবি জহির উদ্দিন তুহিন, লেখক মোঃ তরিকুল্যাহ, নিহত কামরুল এর অসহায় পিতা মোঃ নুর ইসলাম , বড় ভাই নজরুল ইসলাম।

এছাড়াও মানববন্ধনে অংশ গ্রহন করেন, ঢাকাস্থ সুবর্ণচর স্টুডেন্ট ফোরাম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সুবর্ণচর স্টুডেন্ট এসোসিয়েশন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুবর্ণচর স্টুডেন্ট এসোসিয়েশন সহ সুবর্ণচরের সব শ্রেনী পেশার মানুষ।

মানববন্ধনে অংশগ্রহন করে বক্তারা কলেজ শিক্ষার্থী কামরুল ইসলাম সাগরের নির্মম হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। পাশাপাশি এ ঘটনা যাতে এই জনপদে আর পূর্নরাবৃত্তি না ঘটে এ জন্য সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানান।

উল্লেখ্য গত ০৮ই জুন মধ্যরাতে কলেজ ছাত্র কামরুল ইসলাম অপহরণের ৫ দিন পর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের হাজী মুজাম্মেল হক ( মুজাম হাজী) বাড়ির পিছনের একটি নালা থেকে অর্ধগলিত অবস্থায় তার গলাকাটা লাশ উদ্ধার করে চরজব্বার থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামী করে চরজব্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা কান্ডের এঘটনায় জড়িত থাকার সন্দেহে একই এলাকার মনোরঞ্জন দাস এর বড় ছেলে মিন্টু রঞ্জন দাস (২৪) ও ছোট ছেলে ঝিটু রঞ্জন দাস (২০), রফিক উল্যার ছেলে মো: মাসুদ (২৪), প্রেমিকা মমতাজ আক্তার (১৭) ও তার মা হাসিনা বেগম কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে চরজব্বর থানা পুলিশ।

Facebook Comments