Home জেলা উপজেলা সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

165
subarnachar upzela

আব্দুল বারী বাবলু: নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভয্যপূর্ণ মর্যাদায় সর্বস্তরের প্রতিনিধিত্বের অংশগ্রহনে উপজেলার হলরুমে এক জাকঝমক ইফতার মাহফিল ও দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা হলরুমে এ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী আফিসার মো: আবু ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী । মাহফিল ও দোয়া অনুষ্ঠান পরিচলনা করেন উপজেলা প্রশাসন মসজিদের ঈমাম মাওলা মো: নূর ইসলাম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা সহ অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চরজুবিলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: হানিফ চৌধুরী, সৈকত কলেজ অধ্যক্ষ মো: মোনায়েম খান, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো: বেলায়েত হোসেন, চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজ্জামেল হোসেন, চরজব্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিক উল্যাহ, চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল বাসার, উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ।

Facebook Comments