Home চাকরীর খবর বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

145
SHARE

আর্মি মেডিকেল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে মেজর পদে যোগদান করার বিশেষ সুযোগ। পুরুষ/মহিলা উভয় আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান বা বাংলাদেশ মেডিকেল এন্ড সেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

বয়স: ০৪ অক্টবর ২০১৮ ইং তারিখে বয়স অনুর্দ্ধে ৪০ বছর।

বৈবাহিক অবস্থা: পুরুষ/মহিলা: বিবাহিত/অবিবাহিত।

জাতীয়তা: স্থায়ী ভাবে বাংলাদেশের নাগরিক।

মৌখিক পরিক্ষা: আগামী ২৮ আগষ্ট ২০১৮ ইং তারিখে ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

Online এ আবেদন করতে : আবেদন ফরম

বিস্তারিত জানতে : নিয়োগ বিজ্ঞপ্তি

অন্যান্য সুবিধা সমুহ:

(১) মেজর পদে কমিষণ প্রপ্তি ও ০৪ বছরের প্রশ্চাৎপ্রবীনতা

(২)বিদেশে প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার সুযোগ।

(৩)জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনিতে অংশগ্রহণ করে আর্থিক লাভবান ও বিদেশ ভ্রমনের সুযোগ।

(৪) নিরাপদ ও মানসম্মত পরিবেশে বাসস্থান প্রপ্তি।

(৫) বিনা খরচে দেশে বিদেশে উন্নত মানের চিকিৎসা প্রপ্তির সুযোগ।

পরিক্ষার ফলাফল ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

ফলাফল জানতে : ক্লিক করুন

Facebook Comments

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here