Home বিনোদন চিত্রনায়িকা মৌসুমী রাজনীতিতে “লিডার” হয়ে আসছে !

চিত্রনায়িকা মৌসুমী রাজনীতিতে “লিডার” হয়ে আসছে !

144

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী হাজার প্রশ্নের হাতছানি,  চিত্রনায়িকা মৌসুমী আসছে রাজনীতিতে ! কিন্তু জাতীয় নির্বাচনে নয় আসছে নির্মাতা দিলশাদুল হক শিমুল দর্শকদের উদ্দেশ্যে এমনি জানালেন, প্রস্তুত হোন ১৬ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে “লিডার”।

শনিবার দুপুরে মুক্তি প্রতীক্ষিত ছবিটি নিয়ে এমনটাই বললেন শিমুল।

২০১৬ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। তবে ১৬ নভেম্বর ‘লিডার’ মুক্তি পাচ্ছে এটা ফাইনাল। এছাড়াও ২০১৫ সালে প্রথম ‘লিডার’ ছবির পোস্টার ও একটি গান ইউটিউবে প্রকাশ করা হয় ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত পিপলু খানের ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং খিজির হায়াত খানের প্রযোজনা ও অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘মিস্টার বাংলাদেশ’।

যে ছবির গল্পটাই কেন্দ্রীয় চরিত্র, ছবিতে নেত্রীর ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে। এছাড়াও ফেরদৌস, ওমর সানি, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান।

Facebook Comments