Home চাকরীর খবর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক : নিয়োগ বিজ্ঞপ্তি

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক : নিয়োগ বিজ্ঞপ্তি

238
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এ সরাসরি নিয়োগের নিমিত্তে প্যানেল প্রস্তুতির জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
পদ নামঃ সিনিয়র প্রিন্সিপাল অফিসার
গ্রেড ও বেতন স্কেলঃ ৫ম গ্রেড, ৪৩০০০ – ৬৯৮৫০/- (বেতন স্কেল ২০১৫ মোতাবেক)
শূন্য পদের সংখ্যাঃ ১২(বার) জন
বয়সঃ ০১/১০/২০১৮ইং তারিখে সর্বোচ্চ বয়স ৪০ বৎসর।
এ পদের ক্ষেত্রে চার্টার্ড একাউন্ট্যান্ট অথবা আই.সি.এম.এ উত্তীর্ণ সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০৫ বছরের চাকুরীর অভিজ্ঞাতা লাগবে।
পদের নামঃ প্রিন্সিপাল অফিসার,
বেতনঃ ৬ষ্ঠ গ্রেড ৩৫৫০০ – ৬৭০১০/-
পদের সংখ্যাঃ ৪৪ (চুয়াল্লিশ)টি
বয়সঃ ০১/১০/২০১৮ইং তারিখে সর্বোচ্চ বয়স ৩৫ বৎসর।
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেনীর স্নাতকো্ত্তর ডিগ্রী সহ অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নিনিয়র অফিসার পদে নূন্যতম ০২ বছরের চাকুরীর অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে অনূন্য একটি প্রথম বিভাগ বা শ্রেনী থাকতে হবে। তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেনী গ্রহনযোগ্য হবে না।
আবেদনঃ
আগ্রহী প্রার্থীদেরকে ৩১/১০/২০১৮ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, বাংলাদেশ ব্যাংক ও সদস্য-সচিব, বিএসসি, বাংলাদেশ ব্যাংক, প্রধান
কার্যালয় (২য় সংলগ্নী ভবন ১৭তম তলা), ঢাকা বরাবর আবেদন পৌছাতে হবে।
http://www.ansarvdp.gov.bd/
বিস্তারিত : বিজ্ঞপ্তি

বিস্তারিত জানতে : erecruitment.bb.org.bd

Facebook Comments